আশরাফ জুয়েল। জন্ম ৩০ সেপ্টেম্বর ১৯৭৭ সাল, মহারাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ। চিকিতসাবিজ্ঞানে স্নাতোকত্তোর করে বর্তমানে বি আর বি হাসপাতাল লিমিটেডের ক্রিটিক্যাল কেয়ার বা ইনটেনসিভ কেয়ার ও ইমার্জেন্সি মেডিসিন বিভাগের কনসালট্যাণ্ট হিসেবে দায়িত্বরত। এর বাইরে লেখালেখিই একমাত্র নেশা। ব্যক্তি জীবনে দুই সন্তানের জনক। সহধর্মিণী ডাঃ রওশন আরা খানম ইউনাইটেড হসপিটালের বক্ষব্যধী বিশেষজ্ঞ। প্রকাশিত গ্রন্থ- চারটি। প্রথম গল্পগ্রন্থ “রাষ্ট্রধারণার বিরুদ্ধে মামলা ও বিবিধ গল্প’ জেমকন তরুণ কথাসাহিত্য পুরস্কারে ভূষিত এবং পাঠক ও সমালোচক মহলে সমাদৃত৷ পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন ‘ইতিকথা মৈত্রী সাহিত্য সম্মাননা ২০১৭’। 'পূর্বপশ্চিম সাহিত্য পত্রিকা'র প্রতিষ্ঠাতা সম্পাদক।