আলম সাইফুল, মুক্তিযুদ্ধের সময়ের মুক্তিযোদ্ধার সন্তান। দিনাজপুর শহর থেকে একটু দূরে পুনর্ভবার পাড়ে নতুন পাড়া ঘুঘুডাঙ্গা গ্রাম থেকে শুরু করে বাবার চাকরি সূত্রে বেশ কয়েকটি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল ঘুরে ঘুরে, অবশেষে ভাদাই জি এস উচ্চ বিদ্যালয়, আদিতমারী, লালমনিরহাট এবং সরকারি কারমাইকেল কলেজ, রংপুর থেকে যথাক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ¯œাতক-¯œাতকোত্তর-এমফিল ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া লিডিং ইউনিভার্সিটি, সিলেট থেকে সমকালের শিক্ষাপ্রবণতায় জীবিকার দায়ে সম্পন্ন করেন এমবিএ ডিগ্রি। ভাষাতত্ত্ব প্রিয় বিষয় হলেও সাম্প্রতিক সময়ে সাহিত্য-সংস্কৃতি ও ব্যক্তি-সমাজ-রাষ্ট্র পর্যেষণায় আগ্রহী হয়ে উঠছেন। ইতোমধ্যে সম্পন্নকৃত তাঁর গবেষণাকর্ম হলোÑ বাঙালি শিশুর প্রথম-ভাষা অর্জন : একটি মনোভাষিক বিশ্লেষণ (অপ্রকাশিত)।