Loading...
আল নোমান শামীম
লেখকের জীবনী
আল নোমান শামীম (Al Noman Shamim)

আল নোমান শামীম নামে পরিচিত হলেও বৈষয়িক নাম আব্দুল্লাহ আল নোমান। উচ্চ শিক্ষা নেওয়ার সুবাদে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়ে গত প্রায় দু'দশকেরও বেশি সময়ে এক লহমার জন্য ভুলতে পারেননি ঢাকার রিকশা, বুড়িগঙ্গা, বাহাদুর শাহ পার্ক, কবিতা আবৃত্তির আসর, শিমুল ফুলের চোখ রাঙানো আর প্রাণ উজাড় করা বন্ধুদের উচ্ছল হাসির লিরিক। আল নোমান শামীম সিডনি থেকে প্রকাশিত মাসিক ‘মুক্তমঞ্চ' পত্রিকার সম্পাদক। সিডনিতে বাঙালি জাতীয়তাবাদের প্রবল অনুসারী, সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ও সাংস্কৃতিক আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। অস্ট্রেলিয়ার সবচেয়ে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'একুশে একাডেমি অস্ট্রেলিয়া'র অন্যতম প্রতিষ্ঠাতা। কৈশোর ও প্রথম যৌবনে বাম আন্দোলনের সাথে যুক্ত কবি ক্রমাগত বিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখেন। লেখকের কবিতা, প্রবন্ধ ও সম্পাদনার উপর ৬টি প্রকাশনা রয়েছে।