Loading...
আব্দুর রহমান বেপারী
লেখকের জীবনী
আব্দুর রহমান বেপারী (Abdur Rahman Bapari)

পিতা : মরহুম নাছিরউদ্দিন বেপারী, মাতা : মােছাম্মৎ হাজেরা খাতুন, গ্রাম : কছিমদ্দিন বেপারীর ডাঙ্গি, চর মাধবদিয়া, ফরিদপুর জেলা । জন্ম ২ মার্চ ১৯৫৪ খিস্টাব্দ। লেখাপড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে হাতেখড়ি, ১৯৭০ সালে ফরিদপুর উচ্চ বিদ্যালয় হতে এসএসসি এবং ১৯৭২ সালে কামারখালী কলেজ হতে আইএ। জীবন সংগ্রামের হাতেখড়ি ১৯৭২ সালে বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম রিক্রুট হিসেবে ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে সেনাবাহিনীর চাকরির মধ্যদিয়ে । ১৯৭৫-৭৬ শিক্ষা বর্ষে তিনি ঢাকা মােহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ হতে খেলাধুলার ওপর ডিপ্লোমা গ্রহণ করেন। সাবেক ঢাকা জেলার টুঙ্গিবাড়ীর ব্রাহ্মণভিটা হাই স্কুলে এবং সােনারগাঁয়ের জি, আর, আই ইনস্টিটিশনে কিছুদিন শিক্ষকতা করেন। অবশেষে তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক হিসেবে যােগদান করেন এবং একজন দক্ষ ক্রীড়া শিক্ষক হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন । ১৯৮০ সালে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকে নিন্মমান সহকারী হিসেবে যােগদান করেন । ১৯৮২ সাল হতে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি বৃহত্তর ফরিদপুর জেলার কৃষি ব্যাংকের শ্রমিক সংগঠন কৃষি ব্যাংক ইমপ্লইজ ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ব্যাংকের অধিকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। জীবনের অর্ধযুগ প্রবাসে কাটিয়েছেন। লেখক একজন বীর মুক্তিযােদ্ধা, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব। তিনি রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত । মানুষের দুঃখ-কষ্ট তাঁকে ভাবিয়ে তােলে এবং ব্যথিত করে। সর্বোপরি তিনি মানবধর্মে বিশ্বাসী। তাঁর আজীবনের স্বপ্ন একটি সুখ-সমৃদ্ধ বাংলাদেশ।

আব্দুর রহমান বেপারী এর বইসমূহ