আবদুল খালেক একজন লেখক, কবি ও প্রকৌশলী। পেশাগতভাবে তিনি প্রকৌশলী হলেও তার সাহিত্য চর্চা শুরু হয় তার স্কুল জীবনে। স্কুল জীবন থেকেই তিনি গল্প, ছড়া ও কবিতা লেখা শুরু করেন। তখন থেকেই মাসিক সাহিত্য পত্রিকায় তার লেখা ছাপা হতে থাকে। তিনি তার পুরো ছাত্রজীবনেই লেখাপড়ার পাশপাশি নিয়মিত সাহিত্য চর্চা করে এসেছেন। তিনি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, কবিতা, ছড়া, ভ্রমণ কাহিনি, ধর্মীয় বিষয় সহ বিভিন্ন বিষয়ে লেখালেখি করে তার দক্ষতার প্রমাণ রেখেছেন। তার সেই লেখার প্রক্রিয়া এখনও চলমান আছে। তিনি সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার মিরকুটিয়া ইউনিয়নের জোতপাড়া গ্রামে নানার বাড়িতে জন্ম গ্রহন করেন। তার বাবার নাম মুন্সি ওয়াজেদ আলী এবং মা’র নাম বেগম তহুরা খাতুন। তার পৈত্রিক নিবাস একই ইউনিয়নের খাসদেলদারপুর গ্রামে। ছোটবেলায় গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষা শেষ করে রাজশাহী কলেজিয়েট স্কুলে দু’বছর লেখাপড়া করেন। তারপর টাঙ্গাইলের এলাসিন তারক-যোগেন্দ্র হাই স্কুলে এসে সেখান থেকে ১৯৬৯ সনে প্রথম বিভাগে তিনটি লেটার মার্কসহ কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। ১৯৭৮ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি প্রকৌশল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। পরে স্ট্যামফোর্ড বিশ^বিদ্যালয় ঢাকা থেকে পরিবেশ বিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। তিনি ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স (আইইবি) এর একজন ফেলো। ইঞ্জিনিয়ারিং পাশ করার পরপরই তিনি ১৯৭৮ সনে প্রথম কর্মজীবন শুরু করেন। পরে ১৯৮০ সনে বিএডিসি’তে সহকারী প্রকৌশলী হিসেবে যোগদান করেন এবং ২০১০ সনে নির্বাহী প্রকৌশলী হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মুহুরী সেচ প্রকল্পে কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছেন।