Loading...
আবদুল আজিজ বাগমার
লেখকের জীবনী
আবদুল আজিজ বাগমার (Abdul Aziz Bagmar)

আবদুল আজিজ বাগমার জন্ম, ২২ মে ১৯৪৩, ঢাকা। নারায়ণগঞ্জ হাইস্কুল, কে এল জুবিলী হাইস্কুল হয়ে বার একাডেমী থেকে প্রবেশিকা, নারায়ণগঞ্জ তুলারাম কলেজ হয়ে ঢাকা কলেজ থেকে এইচ.এস.সি. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি. এ. (অনার্স), লন্ডন থেকে এম এ ডিগ্রি (১৯৬৭) লাভ। শিক্ষা কমিশন রিপোের্ট বাতিলের দাবিতে গঠিত। সর্বদলীয় সংগ্রাম পরিষদ পূর্ব পাকিস্তান ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক, ১৯৬২ অপূর্ব সংসদ' প্রতিষ্ঠা করেন ১৯৬২ সালে। শিক্ষাবিদ, গবেষক, রাজনীতিবিদ। প্রকাশিত গ্রন্থ : শকুন শৃগালের আবার বাঙলা আক্রমণ’ ১৯৬৪। অপু-৩। ইতিহাসের ধারায় বাঙালী, স্বাধীনতার চূড়ান্ত ইস্তেহারের অন্যতম প্রকাশক-কবি সুফিয়া কামালের সঙ্গে ১ অক্টোবর ১৯৬৫। বিপন্ন মানবতা। কাব্যগ্রন্থ, সর্বশেষ স্বাধীনতার স্বপ্ন : উন্মােষ ও অর্জন’ অক্টোবর ১৯৯৯ এবং অসংখ্য প্রবন্ধের লেখক। পাকিস্তান আমলে লেখক ১০ বার লৌহকপাটের অভ্যন্তরে রাজবন্দী ছিলেন। ২৫ মার্চের রাতে তাজউদ্দিন আহমদ সাহেবের বাসভবন থেকে গ্রেফতার হন। মুক্তিযুদ্ধের নয় মাস পাকিস্তানী যুদ্ধবন্দী শিবিরে (ঢাকা ক্যান্টনমেন্ট, P.w. CAGE. HQ) আটক ছিলেন। বাংলাদেশ আমলে প্রায় চার বছর নির্বাসনে ছিলেন। তার কিছু কবিতা ইংরেজি ও কোরীয়ান ভাষায় অনুদিত হয়েছে।

আবদুল আজিজ বাগমার এর বইসমূহ