Loading...
রশীদ করীম
লেখকের জীবনী
রশীদ করীম (Rashid Karim)

রশীদ করীম জন্ম : কলকাতা, ১৪ আগস্ট ১৯২৫। শিক্ষা : সেন্ট জেভিয়ার্স কলেজ ও ইসলামিয়া কলেজ, কলকাতা। পেশা : চাকরি। জেনারেল ম্যানেজার (অবসরপ্রাপ্ত), মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। প্রকাশিত গ্রন্থ : উপন্যাস : উত্তম পুরুষ; আমার যত গ্লানি; প্রসন্ন পাষাণ; প্রেম একটি লাল গােলাপ; সাধারণ লােকের কাহিনী; একালের রূপকথা; শ্যামা; বড়ই নিঃসঙ্গ; মায়ের কাছে। যাচ্ছি; চিনি না; পদতলে রক্ত; লাঞ্চ বক্স । গল্প : প্রথম প্রেম। প্রবন্ধ : আর এক দৃষ্টিকোণ; অতীত হয় নৃতন পুনরায়; মনের গহনে তােমার মুরতিখানি।। স্মৃতিকথা : জীবন-মরণ । পুরস্কার : আদমজী পুরস্কার (১৯৬১); বাংলা একাডেমী পুরস্কার (১৯৭২); একুশে পদক (১৯৮৪); লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১); জনকণ্ঠ গুণীজন সম্মাননা (২০০১); কাজী। মাহবুবউল্লাহ-জেবুন্নেসা ট্রাস্ট পুরস্কার (২০০২)। ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত তিনি সওগাত, মােহাম্মদী, পূর্বাশা, নবযুগ, মিল্লাত প্রভৃতি পত্রিকায় গল্প লিখে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। এই সময় তিনি অল-ইন্ডিয়া রেডিও’র কলকাতা। কেন্দ্র থেকে নিয়মিত গল্প ও কথিকা প্রচার করতেন । ১৯৪৫ সালের দিকে এসে লেখালেখি ছেড়ে দেন এবং ১৯৬১ সালে পুনরায় শুরু করেন। প্রথম উপন্যাস 'উত্তম পুরুষ লিখেই আদমজী। পুরস্কার লাভ করেন। স্বাধীনতা-পরবর্তীকালে মুক্তিযুদ্ধকে অবলম্বন করে আমার যত গ্লানি (১৯৭৩) উপন্যাস রচনা করেন । লিখেছেন অনেক তাৎপর্যময় প্রবন্ধ এবং স্মরণীয় গুটিকয় গল্প । ১৯৯২ সাল থেকে অসুস্থ হয়ে গৃহবন্দি জীবনযাপন করছেন। আবার রুদ্ধ হয়ে গেছে তার ক্ষুরধার কলম।

রশীদ করীম এর বইসমূহ