Loading...
আরমিন হোসেন
লেখকের জীবনী
আরমিন হোসেন (Armin Hossain)

আরমিন হােসেন। জন্ম ১৯৯৬ সালের ১০ অক্টোবর ময়মনসিংহ সদরে। জন্ম ও পৈতৃক নিবাস ময়মনসিংহ সদরে হলেও শৈশব থেকেই শেরপুরে বসবাস। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ফোকলাের বিভাগে স্নাতকোত্তর (এমএসএস) সম্পন্ন করেছেন। ফোকলাের গবেষণায় একনিষ্ঠ আগ্রহ থাকায় একাধিক গবেষণা করেছেন। গবেষণা প্রবন্ধ: ফোকলােরের “রিসাইকেল’: উত্তরআধুনিকতার আলােকে পর্যবেক্ষণ, জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাস : লােকজীবন, সামন্তসমাজ ও সংস্কৃতির সংহত শিল্পভাষ্য, ফোকলােরিসমাস : বাঙালির লােকঐতিহ্যের পরিগ্রহণ ও অভিযােজন। গবেষণাগ্রন্থঃ হিজড়া লােকগােষ্ঠীর পরিবর্তিত সমাজ কাঠামাে : বিবাহকেন্দ্রিক কৃত্যানুষ্ঠান, দরগাহকেন্দ্রিক কৃত্যাচার : সাংস্কৃতিক পর্যালােচনা (যৌথ)।

আরমিন হোসেন এর বইসমূহ