জন্ম: ১৯ জানুয়ারি, ১৯৫২ সালে, কুমিল্লা শহরের মােগলটুলি মাতুলালয়ে। নতুন চৌধুরিপাড়া, কুমিল্লায় স্থায়ী নিবাস। বর্তমান বসবাসঢাকার রামপুরা বনশ্রীতে । বাংলা সাহিত্যের ছাত্র। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্যাচ ১৯৭৫। বেসরকারি সরকারি কলেজে শিক্ষকতার জীবন প্রায় আটত্রিশ বছরের। প্রফেসর পদে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বাংলা বিভাগ থেকে অবসর নিয়েছেন ২০১০ এ, অবসর জীবনেও কর্মকেই বেছে নিয়েছেন, অপেক্ষার মৃত্যুকে নয়। বর্তমানে সিলেট শহরের পাইওনিয়ার স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। কবিতা এই লেখকের মানসিক আহার। তবে গল্প তাঁর অন্তর বাইরের বৃত্তাবদ্ধ জীবন ঘুরে দেখার, আনন্দের অন্য ভূবন। এখানে তিনি স্বচ্ছন্দ, সাবলীল এবং সহজ। ‘প্রেমজ’ এই কথাশিল্পীর দ্বিতীয় গল্পগ্রন্থ। প্রেমেঅপ্রেমে, অনুরাগে-বিরাগে, শােকে ও তাপে নিরাসক্ত সরল বাক্য বিন্যাসে মনে করি তাঁর গল্প যেনাে হয়ে ওঠে আমাদের নিজেদেরই চেনা-জানা চারপাশ। নিরন্তর শুভকামনা আমাদের, এই কথকের জীবন হােক তাঁর প্রজ্ঞা এবং বিশ্বাসের মতােই আনন্দময়।