Loading...
আবুল ফজল
লেখকের জীবনী
আবুল ফজল (Abul Fazal)

বাংলা সাহিত্যের শিক্ষক ও গবেষক। অধ্যাপনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ে। 'আবদুল মান্নান সৈয়দের কবিতার শিল্পবীক্ষণ' ও 'মহাভারতের দেশ তাঁর বহুল পঠিত গ্রন্থ। গবেষণার ক্ষেত্র। ভাবাদর্শ: আর্থ-সামাজিক তত্ত্ব: সংস্কৃতি অধ্যয়ন: দ্বান্দ্বিক বস্তুবাদ, জেন্ডার অধ্যয়ন, উত্তর-উপনিবেশবাদী ও ব্যুপনিবেশবাদী সাহিত্য ও তত্ত্ব। অধ্যাপনা ও লেখালেখির পাশাপাশি তিনি সাহিত্যপত্রিকা 'শিল্পধাম' সম্পাদনা করেন।

আবুল ফজল এর বইসমূহ