জন্ম হবিগঞ্জ জেলার চৌকি গ্রামে। শৈশব কেটেছে প্রত্যন্ত গ্রামে। এখন শহুরে জীবনে থিতু হয়েছেন। তবে তাঁকে টানে ফেলে আসা কীর্তন, মেলা-মচ্ছব, ভাটিয়ালি, জারি, সারি ও বাউলগান। ছাত্রজীবন থেকে সাংস্কৃতিক ও সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কবিতা ও গল্প দিয়ে লেখালেখির শুরু। তবে কবিতাই তাঁর অন্যতম আশ্রয়। এটি তাঁর প্রথম কাব্যগ্রন্থ। আগ্রহের বিষয় সাহিত্য, সংগীত, চিত্রকলা ও চলচ্চিত্র। সম্পাদনা করছেন সাহিত্যের ছোটকাগজ চৌকি। হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর। কাজ করছেন দৈনিক প্রথম আলোতে।