Loading...
আনোয়ার হোসেন
লেখকের জীবনী
আনোয়ার হোসেন (Anower Hossain)

আনােয়ার হােসেন। পিতা মােঃ আব্দুল্লাহ মিঞা। মাতা মােসাম্মৎ আলেয়া বেগম। জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীর কাঁকনহাট পৌরসভায়। দুই ভাই এক বােনের মধ্যে প্রথম। ব্যক্তিগত জীবনে বিবাহিত। স্ত্রী মােসাম্মৎ রূপালী বেগম। তিন কন্যা অনন্যা ইয়াসমিন মিমি, অরন্যা ইয়াসমিন রােজা, সামিয়া ইয়াসমিন শাম্মীর জনক। পেশায় একজন ব্যবসায়ী। কবিতার প্রতি ভালােবাসার টান অফুরন্ত। সেই টান থেকেই ২০০৫ সাল থেকে কবিতা লেখা শুরু। নিজের ভাবনা, স্বপ্ন আর ইচ্ছাগুলােকে কবিতায় রূপ দেন। কবিতা হলাে কি হলাে না, সেই নিয়ে ভাবনা নেই। মনের ইচ্ছেগুলােকেই লেখেন। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক এবং স্থানীয় পত্রপত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। প্রিয় কবি আহসান হাবীব, শামসুর রাহমান, আল মাহমুদ ও মহাদেব সাহা।

আনোয়ার হোসেন এর বইসমূহ