Loading...
অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা চৌধুরী
লেখকের জীবনী
অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা চৌধুরী (Professor Dr. Md. Golam Mawla Chowdhury)

অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা চৌধুরী ১৯৪৪ সালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সরখাল গ্রামে জন্মগ্রহণ করেন। মা মরহুমা জরিনা বেগম এবং বাবা মরহুম হাফেজ মোঃ আবদুর রহিম। ছয় ভাই ও দুই বোন। বাবার মৃত্যুর পর সবাই বড় ভাইয়ের কাছে মানুষ। যিনি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক। ১৯৬০ সালে কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্রিক, ভিক্টোরিয়া কলেজ থেকে আইএসসি, ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে সম্মান এবং ১৯৬৬ সালে একই বিভাগ থেকে এমএসসি ডিগ্রি লাভ করেন। সরকারি বৃত্তি নিয়ে ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি লাভ করেন। দেশে ফিরে কিছুদিন সরকারি কলেজে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে শিক্ষকতা করেন। ১৯৮২ সনে কমনওয়েলথ ফেলোশিপ বৃত্তি নিয়ে পোস্ট-ডক্টরাল গবেষণার জন্য ইংল্যান্ডের লেস্টার বিশ্ববিদ্যালয়ে নোবেল বিজয়ী মট ল্যাবে এক বছর গবেষণা করেন। কাজ শেষে লিবিয়ার ব্রাইট স্টার বিশ্ববিদ্যালয়ে অতিথি অধ্যাপক হিসেবে যোগদান করেন। সেখানে সাড়ে চার বছর থাকার পর দেশে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে যোগদান করেন। ২০০৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণের পর ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগে অধ্যাপক হিসেবে যোগদান করেন। অধ্যাপনা ছাড়াও ২০১২ সালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২১-এর ফেব্রুয়ারি পর্যন্ত এ দায়িত্বে থাকেন। শিক্ষকতা জীবনে এক স্থানে স্থির অবস্থায় না থাকার কারণে গবেষণায় মনোনিবেশ করা সম্ভব হয়নি। তবুও এ পর্যন্ত বিভিন্ন দেশি-বিদেশি জার্নালে এবং সম্মেলনে তাঁর ৫০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। এ ছাড়াও অনার্স ও মাস্টার্স শ্রেণির জন্য দুটি টেক্সট বই প্রকাশ করেন। বিএম কলেজে অধ্যাপনার সময় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রী ফাতেমা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক আহমদ হোসেনের ১ম কন্যা। ব্যক্তিজীবনে তিনি ২ ছেলে ও ১ মেয়ের জনক।

অধ্যাপক ড. মোঃ গোলাম মাওলা চৌধুরী এর বইসমূহ