আনােয়ার শাহাদাত : জন্ম ও বেড়ে ওঠা গ্রামে কৃষক পরিবারে, বরিশালের একেবারে দক্ষিণে। প্রধানত জীবিকার জন্যেই ছাত্রজীবন থেকে রিপাের্টারের কাজ করেছেন। আমেরিকায় অনেকদিন, প্রায় একযুগ। তার আগে ঢাকায় প্রতিবেদক ছিলেন একাধিক পত্রিকায়, তরুণ বয়সে জাতীয় রাজনৈতিক সাপ্তাহিক “আসে দিন যায়” পত্রিকা প্রকাশ করেছিলেন- যা মৌলবাদীদের প্রচণ্ড বিরােধিতায় সরকার বন্ধ করে দেয়। তখন। মৌলবাদীরা বােমা হামলা চালিয়েছিল তার অফিসে তার উপস্থিতিতে। আমেরিকায় আসার আগে দৈনিক আজকের কাগজের রাজনৈতিক ও কূটনৈতিক সংবাদদাতা ছিলেন, এক সময় সাপ্তাহিক বিচিত্রায় প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশে পড়াশুনা ব্যবসা ও ব্যবস্থাপনায় স্নাতক ও স্নাতকোত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমেরিকাতে চলচ্চিত্র নির্মাণে পড়েছেন নিউইয়র্ক ইউনিভার্সিটিতে। সে অর্থে অনেক অমলিন পথ পেরুবার পর এখন বলা যায় এক ধরনের স্থির, লেখা-লেখি ও চলচ্চিত্র নির্মাণে, অফিসিয়ালি আমেরিকান ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকার। জীবন চলচ্চিত্র নির্মাণ ও লেখা কেন্দ্রিক।