Loading...
রুমানা রশিদ ঈশিতা
লেখকের জীবনী
রুমানা রশিদ ঈশিতা (Rumana Rashid Ishita)

রুমানা রশিদ ঈশিতা।। জন্ম- ২২ আগস্ট, ১৯৮০। বাবা- রশিদ আহমদ খান, স্থপতি। মা- জাহানারা রশিদ, বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সাথে জড়িত। ভাই- রাজীব রশিদ বর্তমানে আমেরিকাতে বসবাসরত, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার ।। হলিক্রস স্কুল থেকে এস.এস.সি, ভিকারুন্নিসা। নূন কলেজ থেকে এইচ.এস.সি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বি.বি.এ সম্পন্ন করে বর্তমানে একটি বেসরকারি টিভি চ্যানেলে কর্মরত ।। ছােটবেলা থেকে শিল্প-সংস্কৃতির নানা অঙ্গনে তার সরব পদচারণা। শিশু একাডেমী আয়ােজিত জাতীয় শিশু-কিশাের প্রতিযােগিতা, বাংলাদেশ টেলিভিশন আয়ােজিত “নতুন কুঁড়ি” প্রতিযােগিতাসহ বিভিন্ন প্রতিযােগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করেন। “ফালানী” চরিত্রে অভিনয়ের জন্য ১৯৮৮ সালে “রাষ্ট্রপতিপদক লাভ করেন । ছােটবেলা থেকে লেখালেখির সাথে জড়িত থাকলেও চাকুরির সুবাদে নাট্যরচনা এবং নির্দেশনার সাথে সম্পৃক্ত হন। ২০০৩ সালে ড. আরিফ দৌলার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তাদের একমাত্র সন্তান যাভির দৌলা।।