Loading...
পলাশ চৌধুরী
লেখকের জীবনী
পলাশ চৌধুরী (Palash Chowdhury)

পলাশ চৌধুরীর জন্ম ১৯৮৮ সালের ১৪ সেপ্টেম্বর বরেন্দ্রভূমি আত্রাই বিধৌত নওগাঁ জেলার রাণীনগর থানার বাঁশবাড়িয়া গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সাংবাদিকতার সূত্রে লেখালেখি শুরু। সমসাময়িক বিষয়ে নিয়মিত কলাম লিখতেন। তাঁর লেখা ছোটগল্প প্রকাশিত হয়েছে প্রথম আলো, ভোরের কাগজ, সমকাল ও ইত্তেফাকসহ বিভিন্ন পত্রিকায়। সাহিত্য ছাড়াও তাঁর আগ্রহের বিষয় ধর্ম, ইতিহাস, রাজনীতি, দর্শন প্রভৃতি। অবসরে বই পড়েন এবং ঘুরতে পছন্দ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশের এসআই হিসেবে সিরাজগঞ্জ জেলায় কর্মরত আছেন। ‘সীলমোহর’ তাঁর প্রথম গল্পগ্রস্থ।

পলাশ চৌধুরী এর বইসমূহ