Loading...
ড. মো. মাহবুবর রহমান
লেখকের জীবনী
ড. মো. মাহবুবর রহমান (Dr. Md. Mahbubur Rahman)

ড. মাে. মাহবুবর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তাঁর গবেষণার বিষয় মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, আধুনিক বাংলা ও বাংলাদেশ, স্থানীয় ইতিহাস এবং আরকাইভস। তিনি এখন পর্যন্ত ১৩টি গ্রন্থ ও প্রায় ৬০টি গবেষণা প্রবন্ধ লিখেছেন। তাঁর উল্লেখযােগ্য গ্রন্থগুলি হলাে: একাত্তরে গাইবান্ধা, বাংলাদেশের ইতিহাস ১৯০৫-৪৭, ১৯৪৭-৭১, বাংলাদেশের সাংবিধানিক ইতিহাস ১৭৭৩ থেকে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (যৌথভাবে), গণহত্যাবধ্যভূমি ও গণকবর জরিপ: রাজশাহী জেলা, বাংলাদেশ আরকাইভস ইত্যাদি। তিনি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের উপকরণ সংগ্রহ ও সংরক্ষণের উদ্দেশ্যে রাজশাহীতে একটি আরকাইভস প্রতিষ্ঠা করেছেন। উক্ত আরকাইভসে সংগ্রহ করা হয়। লিফলেট, পােস্টার, স্মরণিকা- বার্ষিকী, জেলাউপজেলার ইতিহাস, জীবনী- আত্মজীবনী, সাময়িকী-লিটল ম্যাগাজিন, গবেষণা জার্ণাল, বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্য-সমাজ-সংস্কৃতি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, এম. ফিল ও পি. এইচ. ডি. থিসিস, ইত্যাদি। আরকাইভসে এপর্যন্ত ৪৭ জন তাঁদের সংগ্রহ দান করেছেন।