Loading...
আনিসুর রহমান নান্টু
লেখকের জীবনী
আনিসুর রহমান নান্টু (Anisur Rahman Nantu)

আনিসুর রহমান নান্টু বাউল জেলার সরস মানুষ। সাহসী নাট্যকর্মী। কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনি‍য়নের সোন্দাহ গ্রামে ১৩৬৮ইং সনে জন্মগ্রহন করেন। কুমারখালী মথুরানাথ(এম এন)উচ্চবিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ ইং সনে ভূগোল ও পরিবেশবিদ্যায় এমএসসি সমাপ্ত করেন। তিনি রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশনের(রুডা)আহবায়ক এবং প্রাক্তন সভাপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল এলামনাই এসোসিয়েশনের সদস্য ও ভূগোল-পরিবেশবিদ্যা এলামনাই এসোসিয়েশনের সম্মানিত সহ-সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী মাদারীপুর জেলা সংসদের প্রাক্তন সাধারণ সম্পাপাদক, নাট্যজন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী পটুয়াখালী, বরগুনা, লক্ষিপুর, নোয়াখালী, মীরপুর এবং দখিনা নাট্যমঞ্চ পটুয়াখালী। এসকল জেলায় চাকুরী জনিত কারণে অবস্থান করেন সেই সাথে উদীচী’র মঞ্চে ও নেপথ্যে শিল্প বিকাশে অগ্রণী ভূমিকা রাখেন। তাঁর লেখা বেশ কিছু নাটক নাট্যমঞ্চে মঞ্চায়িত হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সৈরাচার আন্দোলনের পটভূমিকায় রচিত পথ নাটক ‘ওলট পালট’ দেশের প্রত্যন্ত অঞ্চলে সর্বাধিক প্রদর্শিত হয়েছে। এক সমায় তিনি রাজশাহী, খুলনা, সিলেট এবং ঢাকা বেতারে নিয়মিত নাটক লিখতেন। ‘অন্ধ গলির মোড়’ তাঁর অসাধারণ বেতার নাটক। নাট্যাভিনেতা হিসাবে তিনি বেতার ও মঞ্চে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। এ যাব যাবত তিনি ৩০টি মঞ্চ/পথ নাটকের সফল নির্দেশনা দিয়েছেন। তিনি ২৫টি নাট্য প্রশিক্ষণ্ কর্মশালার মূখ্য প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। পেশায় তিনি বৈদেশিক সাহায্যপুষ্ট একটি বেসরকারী উন্নয়ন সংস্থার প্রশিক্ষণ উপদেষ্টা। কবিতা তাঁর নতুন সংযোজন। ভাল লাগা থেকেই কবিতা। প্রকৃতি নদী, নারী সব কিছু মিশে আছে তাঁর ‘প্রিয়তমা’ কাব্যগ্রন্থে। অভিনয় অভিনেতা পান্ডুলিপিটি মূলত; তাঁর পরিচালিত নাট্য প্রশিক্ষণ কর্মশালার লেকচার হ্যান্ড-আউট। নাট্য কর্মীদের আগ্রহ ও অনুরোধে একটু গুছিয়ে প্রকাশ করেছেন মাত্র। তিনি স্পষ্টভাষী, কান্ডঙানহীনের মতো উন্মোচিত করেন সত্যকে। স্বপ্ন দেখেন সমাজের ইতিবাচক পরিবর্তন। নাটক তাঁর রক্ত-মাংশ-অস্থি।

আনিসুর রহমান নান্টু এর বইসমূহ