নাম ফাবিহা নওশীন। বাবা-মায়ের কনিষ্ঠ কন্যা। পিতার নাম শেখ মােঃ তাজুল ইসলাম। মায়ের নাম মাকসুদা বেগম। ১৭ই নভেম্বর তাঁর মায়ের কোল আলােকিত করে পৃথিবীতে আসেন। ঢাকা বিভাগ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় তাঁর জন্ম। ছােট থেকেই পড়াশােনার প্রতি বেশ মনােযােগী ছিলেন। পড়াশোনার পাশাপাশি অবসর সময় কাটানোর একমাত্র সঙ্গী ছিল, গল্প-উপন্যাস আর কবিতার বই। দিন দিন বইয়ের প্রতি ভালােবাসা যেন বেড়েই চলছিল। আর এই ভালােবাসা থেকেই মনের কোনে সুপ্ত কিছু স্বপ্ন জমা হতে থাকে। আর সেই স্বপ্নকে একদিন মহান সৃষ্টিকর্তার ইচ্ছেয় ছদ্মনামের আড়ালে কলম-কালিতে রূপ দিলেন। ছদ্মনামে অভ্যস্ত ও স্বাচ্ছন্দ্য বােধ করে পাঠকের অফুরন্ত ভালােবাসায় স্বপ্নটা আরও প্রসারিত হতে লাগল। ছুঁতে ইচ্ছে করল, বড় কোন প্রাপ্তি বইয়ের পাতায় নিজের কল্পনাগুলো ছুঁয়ে দেখার প্রগাঢ় ইচ্ছে জাগল! সেই ইচ্ছে, সৃষ্টিকর্তার নয়, বন্ধু ও পাঠকের ভালােবাসায় সৃষ্টি হলে, প্রথম উপন্যাস 'প্রণয়াসক্ত প্রভাত'। লেখিকা বর্তমানে শ্রীনগর সরকারি কলেজে বিবিএ অধ্যয়নরত। তার কাছে নামটা এতটা প্রিয় হয়ে উঠেছে যে, এই নামেই তিনি পাঠকের কাছে পরিচিত হাতে চান ও তাদের ভালোবাসা স্পর্শ করতে চান। তিনি আশা করছেন, পাঠকদের ভালোবাসার উপহার স্বরূপ সৃষ্ট এই উপন্যাস পাঠকদের মনে জায়গা করে নেবে। প্রথম উপন্যাস 'প্রণয়াসক্ত প্রভাত'-এ পাঠকদের অফুরন্ত ভালােবাসা ও সমর্থন আশা করছেন। এবং পাঠকদের মনে জায়গা করে নিতে চাইছেন।