১৯৮৪ সালের ৩০ সেপ্টেম্বর নারায়নগন্জ জেলার বন্দর থানার সম্ভ্রান্ত মিঞা বংশে জন্ম গ্রহন করেন। পিতা হাজী মো: মহিউদ্দিন দীর্ঘ দিন আদমজী জুট মিলস লি: চাকুরী শেষে বর্তমানে অবসর সময় পার করছেন। মাতা হাজী সালমা বেগম একজন গৃহিনী। মো: মজিবর রহমান (শব্দ) ১৯৯৯ সালে বিখ্যাত আদমজী হাই স্কুল (বিলুপ্ত) হতে এস.এস.সি.এবং ২০০১ সালে ঐতিহ্যবাহী ঢাকা কলেজ হতে এইচ.এস.সি. পাশ করেন। এরপর তিনি ২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বি.এ. (সম্মান) এবং ২০০৬ সালে এম.এ. ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবন শুরু হয় সরকারি চাকুরির মাধ্যমে। তিনি ২০১৪ সালে বাংলাদেশ রেলওয়েতে যোগদান করেন। শৈশব হতে তিনি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিভিন্ন জাতীয় দৈনিকে তিনি নিয়মিত লিখতেন। কবিতা লেখার পাশাপাশি তিনি গান লিখেন ও সুর দিয়ে থাকেন।