Loading...
তানজীনা ফেরদৌস
লেখকের জীবনী
তানজীনা ফেরদৌস (Tanzina Fardoush)

তানজীনা ফেরদৌস কবিতা জন্ম : ১১ নভেম্বর, যশোর বাবা- মো. মোফাজ্জেল হোসেন মা- ফাতেমা হোসেন ছোট ভাই- অমিত হাসান শান্ত তানজীনা ফেরদৌস কবিতা জন্মেছেন যশোর জেলার চাঁচড়া ইউনিয়নের তপসিডাঙা গ্রামে। বাবা স্থানীয় একটি কলেজের সহকারী অধ্যাপক এবং মা গৃহিণী। লেখাপড়া করেছেন যশোরের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয, ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে। বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে আইনে অনার্সসহ স্নাতকোত্তর। বর্তমানে ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত। তানজীনা ফেরদৌস কবিতা ছড়া দিয়ে লেখালেখি শুরু করেন। ছোটবেলায় ‘অংক’ ভয় পেতেন খুব। যখন তৃতীয় শ্রেণিতে পড়তেন- অংক পরীক্ষার দিন সকালে ‘অংক’ নামে প্রথম ছড়া লিখলেন। এভাবেই লেখালেখির সঙ্গে জড়িয়ে পড়েন। তারপর একসময় লিখতে থাকেন কবিতা। বিভিন্ন সময়ে তাঁর লেখা কবিতা ছাপা হয়েছে অনলাইন পোর্টাল ‘বঙ্গ নিউজ’ এবং ‘প্রথম আলো’ 'ভোরের কাগজ' পত্রিকায়। প্রথম কাব্যগ্রন্থ ‘ঝগড়ার বয়স বাড়ুক’ -আত্ম পরিভ্রমণের অনন্য উপলদ্ধি নিয়ে রচিত। 'প্রেমের হুলিয়া জারি হোক তোমার নামে' তানজিনা ফেরদৌস কবিতার দ্বিতীয় কাব্যগ্রন্থ।