Loading...
রায়হান শশী
লেখকের জীবনী
রায়হান শশী (Rayhan Shoshi)

জন্ম ৫ সেপ্টেম্বর ১৯৮৬। সম্পুর্ন নাম রায়হান শফিক শশী, সময়ের সাথে ঘষা। খেয়ে মাঝের “শফিক” উঠে গিয়েছে। জনা রাজশাহী। বিভাগের সবচেয়ে সংস্কৃতিমনা শহর নাটোর জেলায় , পিতামহ মরহুম মােন্তাছার রহমান ছিলেন উত্তর বঙ্গের। ভাষা আন্দোলনের জনক ও মুক্তিযুদ্ধের সংগঠক। পিতা বীর মুক্তিযােদ্ধা মনজুরুল মাের্শেদ ছিলেন চলচ্চিত্র প্রযােজক ও ব্যাবসায়ি। মাতা রাইহানুল জান্নাত নিরেট। গৃহিণী ও ছােট গল্প লেখিকা। স্ত্রী ফারাহ নাজ আলম একজন সৃজনশীল গ্রাফিক ডিজাইনার। বড় হয়েছেন। নিজের শহরেই, উষা খেলাঘর আসর এবং নৃন্ত্যাঙ্গন এর। হাত ধরে পথচলা শুরু, বড় ভাই এর হাত ধরে। বিশ্বসাহিত্য কেন্দ্রে যাওয়া আসার সুবাদে গল্প উপন্যাস পড়ার ঝোঁকটা জেঁকে বসে খুব ছােট বেলা থেকেই, তার উপর নিজের বাড়িতে বাবা চাচাদের দেখতেন সারাদিন। শুয়ে বসে গল্প উপন্যাস পড়তে। বিদেশী লেখকের উপন্যাস গুলােতেই কুঁদ হয়ে স্কুল জীবন পার করেছেন, সাথে ছবি আঁকা। ইউডা চারুকলা থেকে পড়াশুনা শেষ করে চলচ্চিত্র নির্মানের পােকা মাথায় নিয়ে ঘুরতে ঘুরতে। তিনি অনুভব করেন, গল্পের অভাব ইতিমধ্যে কবি-সাহিত্যিক-উপন্যাসিক-প্রভাষক রাহেল রাজিব। এর নৈঋতা ক্যাফে ও কবি মানস এর প্রকাশিত বই। গুলাের প্রচ্ছদ আঁকা দিয়ে নাম করে ফেলছেন প্রচ্ছদ শিল্পী হিসেবে। তখুনি আসলে উপন্যাস লেখার চুড়ান্ত। সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেন। | “অর্ধপক্ষ” রায়হান শশীর লেখা প্রথম প্রকাশিত | রােমাঞ্চকর উপন্যাস।।

রায়হান শশী এর বইসমূহ