Loading...
হাবিবা শারমিন
লেখকের জীবনী
হাবিবা শারমিন (Habiba Sharmin)

হাবিবা শারমিন কৃষিবিদ হাবিবা শারমিন ২০ জানুয়ারি ১৯৮০ সালে বগুড়া জেলার জলেশ্বরীতলা এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হতে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের Delta State University, Mississippi 260 Master of Natural Science ডিগ্রি অর্জন করেন। ২০০৬ সালে ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে যােগদানের মাধ্যমে চাকরি জীবন শুরু করেন। চাকরি জীবনে তিনি সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার ভূমি, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে উপসচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ে কর্মরত রয়েছেন। তার পিতা মৃত এ্যাডভােকেট হাশেম আলী খান জাহেদী এবং মাতা এ্যাডভােকেট রেবেকা সুলতানা। ২০০৫ সালে তিনি কৃষিবিদ মােহাম্মদ ওয়াহেদুজ্জামানের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হন।

হাবিবা শারমিন এর বইসমূহ