Loading...
তানিয়া আফরিন তন্বী
লেখকের জীবনী
তানিয়া আফরিন তন্বী (Taniya Afrin Tonwi)

তানিয়া আফরিন তন্বী পেশায় একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। বর্তমানে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগে হকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। বাংলাদেশ আর দেশের গ্রামকে ভীষণ ভালােবাসেন। জন্ম উত্তরের জেলা গাইবান্ধার পলাশবাড়িতে। খুব ছােটবেলট কেটেছে সেখানেই। বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি ভীষণ অনুরাগী তন্বী সর্বোচ্চ ভলে ফলাফল নিয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লােকপ্রশাসন বিভাগ থেকে বিশ্ববিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি দেশে বিদ্যমান বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে চালিয়ে যাচ্ছেন গবেষণা। ইতােমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন জার্নালে তার বেশকিছু গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে । পত্র-পত্রিকায় নিয়মিত ফিচার লেখেন। সেই সাথে অল্প-বিস্তর কলমের আচড় টানেন কবিতার খাতায়। আর সেসব কবিতা নিয়েই তার প্রথম কাব্যগ্রন্থ অনুভূতির আড়ালে'।। অবসরে কবিতার বই তার নিত্য সংগী ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জননী।

তানিয়া আফরিন তন্বী এর বইসমূহ