Loading...
রাশিদা তিথি
লেখকের জীবনী
রাশিদা তিথি (Rashida Tithi)

রাশিদা তিথি। খুব অল্প বয়স থেকে কবিতা, ছড়া লিখতেন। তিথির জন্ম একুশে এপ্রিল, চট্টগ্রামে। তার পিতৃভূমি কুষ্টিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস ডিগ্রী অর্জন করেন। বাবা আনােয়ার করিম। পেশায় পদার্থবিদ্যার অধ্যাপক ছিলেন, বর্তমানে অবসরে। মা দিলরুবা বেগম লেখালেখি করেন। সম্পূর্ণ সাংস্কৃতিক পরিবেশে তিনি বেড়ে উঠেছেন। তার একমাত্র কন্যা তামিমা সিগমা। তিথি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজে নিয়ােজিত আছেন। এ ছাড়া সমাজ কল্যাণমূলক কাজ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ তুমি আমার চোখের জলে ২০১৯ এ প্রকাশিত হয়। দহনবেলা তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ।

রাশিদা তিথি এর বইসমূহ