Loading...
তাহমিনা সুলতানা তানি
লেখকের জীবনী
তাহমিনা সুলতানা তানি (Tahmina Sultana Tani)

তাহমিনা সুলতানা তানি ১৯৮২ সালে চট্টগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। মা মনােয়ারা বেগম অবসরপ্রাপ্ত শিক্ষক এবং বাবা মরহুম মাে: হাসান উদ্দিন ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। পড়াশােনা করেছেন চট্টগ্রামেই। ১৯৯৭-এ বাংলাদেশ ব্যাংক কলােনী হাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯-এ হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে চিকিৎসা শাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন ২০০৬এ। স্নাতকোত্তর চিকিৎসক হিসেবে দু’বছর ঢাকা মেডিকেল কলেজের ক্যান্সার বিভাগে কাজ করার পর স্বামীর সাথে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান ২০১০-এ। বর্তমানে মেলবাের্ন শহরে স্বামী মােশরাফুল বারী চৌধুরী এবং দুই ছেলে জুহায়র রাহিদ চৌধুরী ও আইজ্যাক রাফিদ চৌধুরীসহ অবস্থান করছেন সেই সাথে ফ্যামিলি মেডিসিনের শিক্ষানবিস চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। তাহমিনা স্কুলজীবন থেকে টুকটাক লেখালেখি করতেন। তার কিছু ছড়া/কবিতা এবং লেখা ওই সময় ছােটদের মাসিক ও ত্রৈমাসিক ম্যাগাজিনে ছাপা হয়েছিল। পরবর্তীতে সেভাবে লেখালেখি না করলেও সব সময় তার প্রবল আগ্রহ ছিল । সাংসারিক ও কর্মজীবনের দায়িত্বের পাশাপাশি তিনি এখন নতুন উদ্যমে লেখালেখি আরম্ভ করছেন। ভবিষ্যতে এভাবে লিখে যেতে চান তিনি। তার জীবনের এই নতুন যাত্রায় তিনি সকলের দোয়া কামনা করেন।

তাহমিনা সুলতানা তানি এর বইসমূহ