Loading...
মেহেদী হাসান (সাদা কাঁক)
লেখকের জীবনী
মেহেদী হাসান (সাদা কাঁক) (Mehedi Hasan(Sada Kak))

মেহেদী হাসান (সাদা কাঁক) মেহেদী হাসান। একজন বাংলাভাষী লেখক। ১৯৯৪ সালে তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ স্নাতকোত্তর সম্পন্ন করছেন । পিতা মো. কবির হোসেন এবং মাতা আঞ্জুমান আরা বেগমের দুই পুত্র সন্তানের মধ্যে তিনি প্রথম। স্কুল ম্যাগাজিনে কবিতা প্রকাশিত হলে কবি হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে। ২০২০ সালে প্রথম একক কাব্যগ্রন্থ "পাঁচ আঙুলের পান্ডুলিপি” প্রকাশিত হয়। কবিতা ও প্রবন্ধের পাশাপাশি সাহিত্যের অন্যান্য বিষয়ে পদচারণের অদম্য প্রয়াসে তিনি এগিয়ে যাচ্ছেন।