নাসিম সুলতানার জন্ম ৩ মার্চ, ১৯৫৮, ঢাকায়। বাবা মােহাম্মদ ওবায়দুল হক, মা মর্জিয়া খাতুন। একজন সচল লেখক হিসেবে পাঠকের মনে স্থান করে নিয়েছেন। বিশেষকরে শিশুরা তাঁর লেখা দারুণ পছন্দ করে কাহিনির মজা আর সহজ ভাষার জন্য। ছােটদের পাশাপাশি বড়দের জন্যও ছােটগল্প লিখে থাকেন। তাঁর বড়দের জন্য লেখা ছােটগল্পের পাঠকপ্রিয় একটি বই- কমলার ক্রন্দন ও রঙধনু। ছােটদের জন্য এই নিয়ে বের হলাে ৪টি বই। এগুলাের মধ্যে রয়েছে, নীলমনি রহস্য (বাংলাদেশ শিশু একাডেমী), খামখেয়ালী রাজা (জিনিয়াস পাবলিকেশন্স), আমাদের পাখি (শৈশব প্রকাশ)। নাসিম সুলতানা পেশায় সরকারি চাকুরে। বর্তমানে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিদর্শক পদে কর্মরত। স্বামী সৈয়দ শামছুল হক। দুই পুত্রসন্তান সৈয়দ শাহরিয়ার হােসেন এবং সৈয়দ ইফতেখার হােসেন।