Loading...
নাসরিন জাহান
লেখকের জীবনী
নাসরিন জাহান (Nasrin Jahan)

নাসরিন জাহান ১৯৮২ সালের ১ জানুয়ারি নরসিংদী জেলাধীন রায়পুরা উপজেলার মরজাল গ্রামে সম্রান্ত ও প্রতাপশালী পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আবদুর রউফ (প্রধান শিক্ষক), মাতা মজিদা বেগম (সহকারী শিক্ষক)। তিনি ছয় ভাইবােনের মধ্যে দ্বিতীয় সন্তান। জিরাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়ার হাতেখড়ি। মরজাল উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসি, রায়পুরা সরকারি কলেজ থেকে এইচএসসি, নরসিংদী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স (সম্মান) ডিগ্রি এবং উত্তরা ইউনিভার্সিটি থেকে গণিতের উপর এমএসসি ডিগ্রি অর্জন করেন। ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন। রাশেদুল ইসলাম রৌহাম, বায়েজিদ সানি, আবদুল্লাহ আবিদ বিল্লাল নামে তিন ছেলে সন্তানের জননী। আকাশে জলাঙ্গিনী’ তাঁর প্রকাশিত প্রথম একক কাব্যগ্রন্থ।।

নাসরিন জাহান এর বইসমূহ