Loading...
নার্গিস আক্তার
লেখকের জীবনী
নার্গিস আক্তার (Nargis Akhter)

জন্ম: কবি নার্গিস আক্তার ১৯৬৫ সালে ০১ জানুয়ারি গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় আড়পাড়া মুন্সিবাড়ি গ্রামে জমিদার বাড়িতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পড়ালেখা: কবি নার্গিস আক্তার ফরিদপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। একই কলেজ থেকে বিএ পাস করেন। পরিবারের ইচ্ছায় বাড়ি থেকে দূরে যেতে না দেয়ার কারণে এমএ পড়তে পারেননি, তাই এখনও তার মনে ভীষণ কষ্ট হয়। লেখালেখি: ছোটবেলা থেকে লেখেন। কবি তার জীবনের না বলা কথাগুলো লিখে রাখেন, কবিতা, গল্পে। অনেকগুলো কবিতা থেকে কিছু কবিতাকে মলাটবদ্ধ করতে চেষ্টা করেছেন পাঠকদের জন্যে। কবিতাগুলো কেমন হয়েছে, তিনি জানেন না। তবে পাঠকদের ভালো লাগলে আরও লিখবেন। সবার ভালো লাগবে এটাই আমাদের প্রত্যাশা।

নার্গিস আক্তার এর বইসমূহ