Loading...
জিন্নুন নাহার খান (নিপা খান)
লেখকের জীবনী
জিন্নুন নাহার খান (নিপা খান) (Jinnun Nahar Khan (Nipa Khan))

জিন্নুন নাহার খান (নিপা খান) জন্ম: কবি জিন্নুন নাহার খান ১৩ই সেপ্টেম্বর ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। জন্ম হবিগঞ্জ জেলা সদরে, সেখানেই শৈশব-কৈশোর এবং পরিণয়সূত্র জীবন। শিক্ষা: এসএসসি ১৯৯০, এইচএসসি ১৯৯২ এবং স্নাতকোত্তর শেষ করেন ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে। পেশাগত জীবন: পেশায় একজন নিবেদিত শিক্ষক। ব্যক্তিগত জীবন: ব্যক্তিগত জীবনে দুই ছেলে, এক মেয়ে সন্তানের জননী। সাহিত্যচর্চা: ছোটবেলা থেকেই লেখালেখির হাতেখড়ি। বিভিন্ন পত্রপত্রিকা, ম্যাগাজিনে তার লেখা প্রকাশ হতে থাকে। তিনি সাদামনের মানুষ এবং নিভৃতে থাকতে পছন্দ করেন। তার কয়েকটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশ হয়েছে। যথা: নয় শূন্যের প্রয়াস, খ-িত চন্দ্রালোকে, তারার কাব্য উল্লেখযোগ্য। ‘শ্রাবণের মেঘ’ তার প্রথম একক গ্রন্থ। জিন্নুন নাহার খান (নিপা খান) কবিতা চর্চা করছেন বহুদিন। কবিতার গভীরতা মাপার চেষ্টা করতে করতে নিজেই মনের অজান্তে কবি হওয়ার ছবক নিয়ে নিয়েছেন। কবিতার চাষে শব্দের যে খেলা তাই রপ্ত করতে তাকে বেশি বেগ পেতে হয়নি। রচনা করলেন অসংখ্য কবিতা। ইতোমধ্যে কিছু কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় এবং যৌথকাব্যে প্রকাশ হয়েছে। কিছু ব্যতিক্রম স্বাদের কবিতাকে মলাটবদ্ধ করতে প্রয়াসী কবি ‘শ্রাবণের মেঘ’-এর দেখা পেলেন। পাঠকের মনে জায়গা করে নিতে সচেষ্ট কবি নিজেকে কবিতার আসরে আরও প্রাণোবন্ত দেখতে প্রত্যাশী। শুভ কামনা কবির জন্য। আবুল খায়ের কবি, সম্পাদক ও প্রকাশক।

জিন্নুন নাহার খান (নিপা খান) এর বইসমূহ