Loading...
মোহাম্মদ সাইফুল ইসলাম -১
লেখকের জীবনী
মোহাম্মদ সাইফুল ইসলাম -১ (Md. Saiful Islam-1)

মোহাম্মদ সাইফুল ইসলাম -১ কবি—পরিচিতি জন্ম: কবি মোহাম্মদ সাইফুল ইসলাম পাবনার সদর উপজেলার দড়িভাউডাঙ্গা গ্রামে, এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম বিদু উদ্দিন প্রামাণিক এবং মায়ের নাম মেহেরুননেসা শাহ। তিনি পিতামাতার কনিষ্ঠ সন্তান। শিক্ষা: তিনি ১৯৮২ খ্রি. দড়িভাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তিলাভের মাধ্যমে শুরু করেন মেধা বিকাশের সুষ্ঠু চর্চা। উল্লেখ্য, তিনিই উক্ত স্কুল থেকে প্রথম স্কলারশীপপ্রাপ্ত ছাত্র। ১৯৮৮ খ্রি. দড়িভাউডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৯৫ খ্রি.ঢাবি থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৯৯ সালে তিনি বিএড ডিগ্রীও অর্জন করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থকে এলএলবি ডিগ্রীও অর্জন করেন। ঢাবি কর্তৃপক্ষ; বাংলাদেশে বাংলা ও অন্যান্য লিপির ব্যবহার—বৈচিত্র্য” শীর্ষক অভিসন্দর্ভ রচনায়; তাঁকে অভিনন্দনসহ এম.ফিল. ডিগ্রী প্রদান করেন। ইতোমধ্যে তিনি ঢাবি থেকে ইংরেজি ভাষার ওপর, একটি ডিপ্লোমা কোর্সও সাফল্যের সাথে সম্পন্ন করেন। শিক্ষা—সাহিত্য—গবেষণার প্রতি অনুরাগী এই ব্যক্তি ডিপ্লোমা—ইন—আমিনশীপ পরীক্ষায়ও প্রথম শ্রেণি লাভ করেন। তিনি ডিপ্লোমা—ইন—হোমিওপ্যাথিক ডিগ্রীও অর্জন করেন। কর্মময় জীবন: প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও তিনি শুরু করেন বর্ণাঢ্য কর্মময় জীবন। তিনি স্বনামধন্য শিক্ষক হিসেবে (প্রভাষক—বাংলা) দুটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান করেন। ইতঃপূর্বে তিনি বিশ^সাহিত্য কেন্দ্রের সভাপতি প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এ—পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা চোদ্দটি। দেড় যুগের অধিককাল একজন প্রথম শ্রেণির গেজেটেড (ইন্সট্রাক্টর—উপজেলা রিসোর্স সেন্টার) কর্মকর্তা হিসেবে, তিনি সার্থকতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখা অসংখ্য ছড়া—কবিতা—প্রবন্ধ—চিঠিপত্র—অভিমত প্রকাশিত হয়েছে। ব্যক্তিগত জীবন: ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক। আজীবন সদস্য: পুলিশ সুপার মরহুম জমসেদ উদ্দিন ভূঁইয়া স্বাস্থ্যসেবা কেন্দ্র, পাবনা; ভিক্টোরিয়া পাবলিক

মোহাম্মদ সাইফুল ইসলাম -১ এর বইসমূহ