Loading...
শওকত ইমতিয়াজ
লেখকের জীবনী
শওকত ইমতিয়াজ (Showkot Imtiaz)

শওকত ইমতিয়াজ ঐতিহ্যবাহী নোয়াখালীর জেলার কোম্পানীগঞ্জের চরকালী গ্রামে ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন। পুরো নাম শওকত রায়হান ইমতিয়াজ। পিতা : আব্দুল খালেক ভুঁইয়া, মাতা : মাহেরা বেগম। সাত ভাই -বোনের সবার ছোট তিনি। স্কুল জীবন থেকে লেখালেখির শুরু তার। এ পর্যন্ত তিনটি একক বই প্রকাশিত হয়েছে। তিনি আধুনিক, তবে আধুনিকতার নাম নগ্নতাকে প্রশ্রয় দেন না। আত্মমর্যাদা বোধ তাকে গভীরতার দিকে নিয়ে যায়। সাহিত্যের এক নিবিড় সেবক হয়ে মুক্তমনে পথ চলেন। দেশকে তিনি ভালোবাসেন হৃদয় দিয়ে। তার কবিতা দূর্বোধ্য ও জটিল নয়। তিনি সাহিত্যের অলিগলিতে হাঁটতে ভালোবাসেন। ‘স্বপ্নঘুড়ি’ নামক সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন তিনি। এছাড়াও বেশ কয়কটি সাহিত্য পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন। একজন পরিপূর্ণ কবি হওয়ার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন। শখ বাইকরাইড। বাইকে চড়ে ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে।

শওকত ইমতিয়াজ এর বইসমূহ