Loading...
শাকিল মাহমুদ
লেখকের জীবনী
শাকিল মাহমুদ (Sakil Mahmud)

শাকিল মাহমুদ কবিতাই শাকিলের মুক্ত প্রকাশের একমাত্র মাধ্যম। কবিতাকে বিশ্বাস করেন, মূল শক্তি-সাধনা হিসেবে। ১৯৯৭ সালে প্রথম লেখায় হাতেখড়ি। তারপর গত ১৫ বছর ধরেই লিখে চলছেন। এ যাবৎ বিভিন্ন। পত্রপত্রিকায় তার প্রকাশিত লেখার সংখ্যা প্রায় তিন হাজার। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক । সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ায় কাজ করেছেন, ৫ বছর। এরপর বাংলাদেশ প্রতিদিনের শুরুতে সহসম্পাদক হিসেবে কাজ করেছেন, কিছুদিন। তার হাতেই যাত্রা বাংলাদেশ প্রতিদিনের ছােটদের পাতা-ডাংগুলি। বাংলা একাডেমী তরুণ লেখক প্রকল্প-২০১০ এ প্রথম ব্যাচে অংশ নিয়েছেন তিনি। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৫ টি। ২০০৬ এ বের হয়, তার প্রথম ছড়ার বই ‘প্রজাপতির নীল ডানা'। এরপর ২০১০ সালে বের হয় প্রথম কবিতার বই ‘তােমার ছোঁয়ায় ভেঙেছিলাে বুদ্ধের ধ্যান’ ; ২০১১ তে বের হয়, ছােটদের আরেকটি বই ‘ছােটদের লেখালেখি ও সাংবাদিকতা। আর সবশেষ ২০১২ সালের বইমেলায় বের হয় প্রথম উপন্যাস ‘মেয়েটি মিডিয়াকর্মি হতে চেয়েছিলাে'; ২০১৩ তে বের হয়, কিশাের কবিতার বই ‘স্বপ্নবােনা টাটুঘােড়া'। শিশু অধিকার বিষয়ক রিপাের্টিংয়ের জন্য রেডিও সাংবাদিকতায় ২০১২ সালে পেয়েছেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। ঘুরেছেন- অস্ট্রেলিয়া ও থাইল্যান্ড। বর্তমানে দেশের জনপ্রিয় এফএম রেডিও স্টেশন, রেডিও টুডে'র সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে কর্মরত। এছাড়া ছােটদের পত্রিকা নতুনপাতার নির্বাহী সম্পাদক হিসেবেও কাজ করছেন।