ড. রাহমান নাসির উদ্দিন একজন নৃবিজ্ঞানী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক। তাঁর রচিত গ্রন্থগুলোর মধ্যে, মানবিক মানুষের সন্ধানে (২০০২); জ্ঞানকাণ্ডের কাণ্ডজ্ঞান: আদিবাসী, পার্বত্য চট্টগ্রাম ও উপস্থাপনার রাজনীতি (২০১৬) অন্যতম। তাঁর সম্পাদিত গ্রন্থগুলোর মধ্যে The Politics of Peace: A Case of the Chittagong Hill Tracts (২০১২); Life in Peace and Conflict: Indigeneity and State in the Chittagong Hill Tracts (২০১৭); Indigeneity on the Move: Varying Manifestation of a Contested Concept (২০১৭) অন্যতম। এছাড়াও তিনি রোয়াইঙ্গা নিয়ে দীর্ঘ বছর ধরে গবেষণা করছেন। তাঁর প্রকাশিত রোয়াইঙ্গা বিষয়ক গ্রন্থ To Host or To Hurt: Counter-narratives on Rohingya Refugee Issues in Bangladesh (২০১২) দেশে-বিদেশে বহুলভাবে সমাদৃত। বর্তমানে তিনি The Rohingyas: A Tale of Sub-human (২০১৮) নামে একটি নতুন বইয়ের কাজ করছেন।