Loading...
মোহাম্মদ আবু সালেহ
লেখকের জীবনী
মোহাম্মদ আবু সালেহ (Mohammad Abu Saleh)

মোহাম্মদ আবু সালেহ ১৯৭৬ সালের ১৬ জুন লক্ষ্মীপুর জেলার রোকনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম সোহাগ। বর্তমানে শিক্ষা প্রযুক্তি উদ্যোক্তা (EdTech Entrepreneur) হিসেবে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) সফটওয়্যার ডেভেলপমেন্ট, তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণের প্রসারে ভূমিকা রাখতে সচেষ্ট রয়েছেন। গ্লোকাল লার্ণিং ম্যানেজমেন্ট লিঃ এর ই-লার্ণিং প্ল্যাটফর্ম ই-স্কুল অব লাইফ এর সহপ্রতিষ্ঠাতা হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন। নটরডেম কলেজ থেকে এইচএসসি পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তারপর দীর্ঘদিন তিনি বহুজাতিক মোবাইল কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড-এ কাজ করেছেন। লেখালেখির পাশাপাশি তিনি প্রশিক্ষণ দিতে ও উপস্থাপনা করতে ভালোবাসেন। এছাড়াও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে স্বাচ্ছন্দ বোধ করেন। ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস এ্যালায়েন্স (DUFA)-এর বর্তমান কমিটির তিনি যুগ্ম-সাধারণ সম্পাদক। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সকল শাখাই তাঁকে ব্যাপকভাবে টানে। কবিতা, প্রবন্ধ, সাহিত্য সমালোচনা, ইতিহাস ও ধর্মতত্ত্ব নিয়ে পড়তে ভালোবাসেন। নবীন লেখকদের কবিতা নিয়ে ১৯৯৪ সালে প্রকাশিত 'আজি সৃষ্টি সুখের উল্লাসে' কাব্য গ্রন্থে তাঁর দুটি কবিতা ছাপা হলেও এটিই তাঁর প্রথম একক গ্রন্থ। ছাত্রজীবনে বিতর্কের সাথে জড়িত ছিলেন। কবিতা আবৃত্তি করতে ভালোবাসেন। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসে এরকম যে কোনো প্রগতিশীল কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে পারলে গৌরবান্বিত বোধ করেন।