ফারহানা নীলা জন্ম ১৭ নভেম্বর ১৯৬৪, ঢাকায়। বেড়ে উঠেছেন পাবনায় । তাই পাবনার আলো-বাতাসের প্রতি তার আজন্ম ঋণ । তার পিতা অধ্যক্ষ মো. ফখরুল ইসলাম ও মা ফরহাত ইসলাম । পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এডওয়ার্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ কার পর বিএসএমএমইউ থেকে ট্রান্সফিউশন মেডিসিনে এমডি ডিগ্রি অর্জন করেন। পেশায় চিকিৎসক। বর্তমানে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। পেশাগত জীবনের নানা অভিজ্ঞতা ও মানুষের অসহায়তা তাকে বেদনায় সিক্ত করে যায় । সেই জীবনেরই এক মহান বয়ান হয়ে ওঠে তাঁর পদ্য ও গদ্য। ফারহানা নীলার স্বামী মো. তারিকুল আলম মিনার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। আত্মজা পারমিতা তারিক পরম বন্ধু। আত্মজ তীর্থ তারিক বেঁচে থাকার অবলম্বন। চলার পথে প্রেরণা বাবা ও মা আর ভাইবোন ।