Loading...
প্রশান্ত লাহিড়ী
লেখকের জীবনী
প্রশান্ত লাহিড়ী (Proshanta lahari)

প্রশান্ত লাহিড়ী পেশায় চিকিৎসক । ১৯৩৭ সালে জামশেদপুরে জন্মগ্রহণ করেন । ১৯৬১ সালে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন। সত্তরের দশকে আমেরিকায় পাড়ি জমান। সেখানে উইসকনসিন স্টেটের মিলওয়াকি শহরে চার দশকের ওপর। চিকিৎসক হিসাবে কাজ করেন। কর্মজীবনের শেষের দিকে পৃথিবীর নানান জায়গা ঘােরার সৌভাগ্য হয়। কিছু কিছু জায়গার বিবরণ চিঠির মাধ্যমে নিতান্তই নিজের আপনজনকে লেখেন । এই বইটি সেই কিছু কিছু লেখার ফলশ্রুতি। লেখাগুলির মধ্যে সেইগুলিই বেছে নিয়েছেন যে জায়গাগুলি তাঁর বিশেষ ভালাে লেগেছে। আর যেখানেই সম্ভব হয়েছে একটু করে ইতিহাস জুড়ে দিয়েছেন। কয়েক বছর আগে ঘটা পক্ষাঘাতও তার বিদেশ ভ্রমণের উৎসাহকে দমাতে পারেনি । তিনি বর্তমানে মিলওয়াকিতে অবসর-জীবন যাপন করছেন।