Loading...
ডা. রওনক আফরোজ
লেখকের জীবনী
ডা. রওনক আফরোজ (Dr. Rownak Afroz)

কবি রওনক আফরােজ, ছাত্রাবস্থায় লেখালেখি শুরু করেন। শুরুটা মূলত গদ্য কবিতা দিয়ে হলেও তিনি সেখানে সীমাবদ্ধ থাকেননি। পেশাজীবী হিসাবে প্রবাসে নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রামের সময়টাতে তিনি লেখালেখি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। প্রকৃতি ও অমৃতের সন্তান মানুষ ও প্রেম তার কবিতার প্রাণ । নিসর্গের বৈচিত্র্য ও ব্যাপ্তি তার কবিতায় বিশেষভাবে লক্ষণীয়। দৈনন্দিন জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ছড়া লিখতেও তিনি স্বচ্ছন্দ বােধ করেন। তিনি একজন মনােরােগ বিশেষজ্ঞ এবং তিনি আমেরিকান বাের্ড অফ সাইক্রিয়াট্রি এন্ড নিউরােলজীর একজন ফেলাে। তিনি বাংলা ও ইংরাজি দুই মাধ্যমেই কবিতা লেখেন। এছাড়া তিনি স্থানীয় সংবাদপত্রে অনিয়মিতভাবে ফিচার লেখেন। ১৯৭১ এর স্বাধীনতা যুদ্ধে তার বাবা ও মেজোভাই হানাদার বাহিনীর হাতে শহিদ হন। বর্তমানে ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় সরকার পরিচালিত প্রাক্তন মিলিটারিদের হাসপাতালে কর্মরত এবং সপরিবারে ওহাইওতে বসবাস করেন।