জন্ম ৪ এপ্রিল ১৯৫৮, পৈতৃক নিবাস চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উত্তর সলিমপুর, ফৌজদারহাট। জন্ম, বেড়ে ওঠা ঢাকাতে। কৈশোর থেকে প্রত্যক্ষ করা জাতীয়তাবাদী, বাম প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে নিজেকে যুক্ত করেছেন, সচেতনভাবে। রাজনীতি সচেতন সক্রিয় সংস্কৃতিকর্মী হিসেবে নিজেকে গড়ে তুলেছেন। নাট্য-সাংস্কৃতিক আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণের দীর্ঘ ধারাবাহিকতায় মতাদর্শিক রাজনৈতিক চেতনায় সকল মানুষের অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠার সংস্কৃতির নানাবিধ কর্মকাণ্ডে যুক্ত। নিয়মিত কলাম, নিবন্ধ, প্রবন্ধ লেখেন জাতীয় দৈনিক, সাপ্তাহিক এবং সাময়িকীতে। সাহিত্য-সংস্কৃতির ত্রৈমাসিক নতুন দিগন্ত’র নির্বাহী সম্পাদক। তাঁর সকল কর্মকাণ্ডের মূলে রয়েছে মতাদর্শিক অঙ্গীকার এবং সেই অঙ্গীকারেই লেখালেখি।