Loading...
হাসনা খানম
লেখকের জীবনী
হাসনা খানম (Hasna Khanom)

হাসনা খানম ১৯৭৪ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবনের পুরোটাই কেটেছে ঢাকায়। আজিমপুর গার্লস হাই স্কুল থেকে এস এস সি গার্হস্থ অর্থনীতি মহাবিদ্যালয় থেকে এইচ এস সি এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিভাগ থেকে বি এস সি (অনার্স) ও এম এস সি সম্পন্ন করেন। কিছুদিন স্কুলে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি স্বামী জনাব নূর মোহাম্মদ রায়হান ও পুত্র রাফি নূর ও রাইফ নুর এর সাথে কানাডা প্রবাসী। প্রবাসে থাকলেও বাংলার খাবারের আবেদনের কথা ভুলে না গিয়ে বরং প্রবাসীদের মধ্যে নতুন করে বাংলা খাবারকে পরিচয় করিয়ে দেবার জন্য রচনা করেন ‘রেসিপিসমগ্র’ গ্রন্থটি।

হাসনা খানম এর বইসমূহ