রমাপ্রসাদ নাগ আশির দশকে অমিয়ভূষণ সংক্রান্ত গবেষণায় প্রথম পি.এইচ.ডি অর্জন করেছেন। পেশায় নিয়ত অস্থির। পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে অধীনে একটি কেন্দ্রীয় সরকারি কলেজে স্থায়ীপদে কয়েক বছর পড়িয়েছেন। চাকরি শেষে এখন পূর্ণ সময়ের লেখক। উত্তরবাংলার লোকনাটক, পরিবেশ এবং প্রকৃতি তাঁর অন্যতম আগ্রহের বিষয়। অমিয়ভূষণ পুরস্কার পেয়েছেন ২০০৩ সালে। ২০১২ সালে অমিয়ভূষণ স্মৃতি পুরস্কারে সম্মানিত।