Loading...
বকুল রোজারিও
লেখকের জীবনী
বকুল রোজারিও (okul Rozario)

বকুল রোজারিও-এর জন্ম ১৯৫৯ খ্রিস্টাব্দের ১৮ জুলাই, ঢাকা জেলার নবাবগঞ্জ থানার গোল্লা গ্রামে। শৈশব কেটেছে গ্রামে, যার পাশ দিয়ে বয়ে গেছে ইছামতি নদী, রয়েছে বিস্তীর্ণ মাঠ-প্রান্তর। ১৯৭৬ খ্রিস্টাব্দের বান্দুরা হাইস্কুল থেকে এসএসসি পাস করে নটর ডেম কলেজে ভর্তি হন এবং সেখান থেকে এইচএসসি এবং বিএ পাস করেন। পরবর্তী সময়ে যাজকীয় জীবনে প্রবেশের জন্য এক বছর বরিশালে পবিত্র ক্রুশ সংঘের নব্যালয়ে এবং বনানী জাতীয় উচ্চ সেমিনারীতে দর্শন-ঐশতত্ত্বে পড়াশোনা শেষে ১৯৮৬ খ্রিস্টাব্দে ঢাকার আর্মি স্টেডিয়ামে পুণ্যপিতা পোপ জন পল কর্তৃক যাজকীয় অভিষেক লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় মাস্টার্স শেষ করার পর ১৯৯১ থেকে নটর ডেম কলেজের বাংলা বিভাগে শিক্ষকতায় নিয়োজিত রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন সংগঠন ও সংস্থার সাথে সেবামূলক কাজে নিয়োজিত আছেন।