Loading...
সাদেকা শফিউল্লাহ
লেখকের জীবনী
সাদেকা শফিউল্লাহ (Sadika Shofiullah)

সাদেকা শফিউল্লাহ ১৯৩৬ সালে যশাের শহরে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ মুহম্মদ শহীদুল্লাহ ও নিবেদিত সমাজকর্মী বেগম সােফিয়া শহীদের ততীয় সন্তান। তারা ৬ বােন ও ১ ভাই। সাদেকা শফিউল্লাহ ১৯৬৩ সালে সরকারী চাকরিতে যােগদান করেন এবং ১৯৯৪ সালে উপ-সচিব পদে চাকরি থেকে অবসর গ্রহণ করেন। তিনি সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি আরও কিছু দায়িত্ব পালন করেন। এগুলাের মধ্যে ১৯৯১ সালে তত্তাবধায়ক সরকার কর্তক 'গঠিত টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করেন। তিনি International| Organisation for child abuse & Neglect -এর সদস্য, Asia 'Pacific Regional Committee-র নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট, ফিল্ম সেন্সর বাের্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বাের্ডের সদস্য এবং জনসংযােগ সমিতির সহ-সম্পাদক পদে বহাল ছিলেন দীর্ঘদিন। সাদেকা শফিউল্লাহ UNESCO High Level Panel-95 Education 'Committee-র সদস্য ছিলেন। বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক হিসেবে তিনি শিশুদের উন্নয়ন ও শিশু নীতিমালা প্রণয়নে বিশেষ ভূমিকা রাখেন। সাদেকা শফিউল্লাহ একজন নিবেদিত প্রাণ সমাজকর্মী। তিনি আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় পর্যায়ের প্রায় ৪০টি কল্যাণধর্মী প্রতিষ্ঠানের সাথে জড়িত ।। বর্তমানে তিনি বাঁচতে শেখা' নামক সংস্থার চেয়ারপারসনরূপে কর্মরত আছেন। তিনি যশােরের কৃতি সন্তান হিসেবে ১৯৮৭ সালে গুণীজন সম্বর্ধনায় সম্মানিত হন। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে তিনি ‘চাঁদের হাট’ পুরস্কারে ভূষিত হন। তিনি রােটারীর ‘ইনার হুইল ক্লাব কর্তৃকও সম্বর্ধিত হন। International Who's Who | of Intelectual এর ১৩তম সংস্করণে তার জীবন বৃত্তান্ত প্রকাশিত হয় এবং তিনি ১৯৯১ সালে সনদপত্র লাভ করেন। কথাশিল্পী সাদেকা শফিউল্লাহর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টি। তিনি উপন্যাস, ছােটগল্প, নাটক, ভ্রমণ কাহিনী, প্রবন্ধ, ফিচার, শিশুতােষ ও আত্মজৈবনিক গ্রন্থ রচনা করেছেন। তার রচিত দু'টি ধারাবাহিক নাটক তমা’ ও ‘সূর্যের অপেক্ষায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। তিনি বাংলা একাডেমীর জীবন সদস্য। সাহিত্য ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি সাহিত্য-রত্ন উপাধি, সুহৃদ স্বর্ণ পদক, নন্দিনী সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ লেখিকা সংঘ কর্তৃক সম্বর্ধিত হন। কথাশিল্পী, সংগঠক, সমাজসেবী সাদেকা শফিউল্লাহ বিশ্বের ২০টি দেশ ভ্রমণ করেছেন। তিনি মেজর মুহম্মদ শফিউল্লাহ (অব:)'র সহধর্মীণি। তিনি এক পুত্র ও 'এক কন্যা সন্তানের গর্বিত জননী। তার আমেরিকা প্রবাসী কন্যা রীতা আলী 'একজন ব্যাঙ্কার এবং পুত্র সাব্বির শফিউল্লাহ একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোম্পানীতে কর্মরত। স্বামী মেজর মুহম্মদ শফিউল্লাহ (অব.) এবং ছেলেমেয়ের আন্তরিক অনুপ্রেরণায় সাদেকা শফিউল্লাহ সুদীর্ঘ দিন যাবত বিচরণ করছেন সাহিত্যসংস্কৃতির উর্বর ভূমিতে।

সাদেকা শফিউল্লাহ এর বইসমূহ