Loading...
ডা. আশীষ কুমার চৌধুরী
লেখকের জীবনী
ডা. আশীষ কুমার চৌধুরী (Dr. Ashis Kumar Chowdhury)

ডা. আশীষ কুমার চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর সার্জারি বিভাগের সহযােগী অধ্যাপক।। তিনি একজন লব্ধপ্রতিষ্ঠ শল্য চিকিৎসক ও শিক্ষাবিদ। জন্ম: ১৯৫৩ খ্রিষ্টাব্দের ৪ অক্টোবর, চট্টগ্রাম জেলার বােয়ালখালি উপজেলার ঐতিহ্যবাহী কধুরখিল গ্রামে। তিনি একজন মানবতাবাদী ও সমাজসচেতন প্রাবন্ধিক, লেখক ও সমাজচিন্তক।। দেশি-বিদেশি সাময়িকীতে তার ২০টির অধিক গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে। চট্টগ্রাম থেকে প্রকাশিত একটি সাময়িকীতে দীর্ঘদিন ধরে চিকিৎসা বিজ্ঞান বিষয়ে নিয়মিত লিখছেন তিনি। শিক্ষাজীবনে বরাবরই মেধাবী ডা. আশীষ কুমার চৌধুরী ১৯৭০ খ্রিষ্টাব্দে কধুরখিল হাইস্কুল থেকে কৃতিত্বের সাথে এস এস সি, ১৯৭৩ এ সম্মিলিত মেধা তালিকায় স্থান নিয়ে চট্টগ্রাম কলেজ থেকে এইচ এস সি এবং ১৯৭৯ খ্রিষ্টাব্দে প্রথম স্থান অধিকার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ১৯৮৪ খ্রিষ্টাব্দে সরকারি স্কলারশিপ নিয়ে সার্জারিতে পােস্ট গ্র্যাজুয়েশন এবং ১৯৮৮ খ্রিষ্টাব্দে শল্য চিকিৎসায় পি এইচডি ডিগ্রি লাভ করেন।। ২০০৭ খ্রিষ্টাব্দে তিনি দিল্লিতে ল্যাপারস্কোপিক সার্জারিতে বিশেষ প্রশিক্ষণ নেন। ২০০৯ খ্রিষ্টাব্দে তিনি ‘এইডস ও সার্জারিতে প্রশিক্ষণ গ্রহণ করেন। ডা. আশীষ কুমার চৌধুরী বুয়েটে অধ্যয়নরত পুত্র উচ্ছাস ও চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নরত কন্যা মৌসুমীর গর্বিত পিতা ডা. চৌধুরীর যাবতীয় কর্মোদ্যোগের অন্তহীন প্রেরণাদাত্রী তাঁর স্ত্রী শ্রীমতি সুপ্রিয়া চৌধুরী।

ডা. আশীষ কুমার চৌধুরী এর বইসমূহ