Loading...
রোকসানা রশীদ
লেখকের জীবনী
রোকসানা রশীদ (Roksana Rashid)

ইংরেজি সাহিত্যের ছাত্রী রােকসানা। রশীদের জন্ম ১৯৮৬ সালের অগাস্টের ১৯, ঢাকা সিএমএইচে। বাবা মােঃ হারুন-উর-রশীদ এবং মা রােকেয়া। রশীদের প্রথম কন্যা সন্তান। সিংহ রাশির জাতিকা। দুই ভাই দুই বােনের মধ্যে তৃতীয়, জন্মনিবাস সব ঢাকার মহাখালীতে হলেও রােকসানা নিজেকে মনে করে খুঁটি মাগুরার লােক'। তার গ্রামের বাড়ী মাগুরা জেলার শ্রীপুর উপজেলায়। স্কুল শুরু হয় বি.এ.এফ শাহীন কলেজ। ঢাকায়, কলেজও একই। বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী। লেখালেখির শুরু সেই ছােট্ট বেলায়। (যদিও গােপনে), কিন্তু সাহস করে লেখা। জনসম্মুখে আনা শুরু করে ২০০৯। সালের দিকে। প্রথমে সামহােয়্যারইন ব্লগে লেখা শুরু, এরপর নাগরিক ব্লগকে লেখালেখির প্ল্যাটফর্ম হিসাবে পায়। দুই বছর ধুমায়ে ছােট গল্প লিখে এখন লেখক অবসরে আছেন।

রোকসানা রশীদ এর বইসমূহ