Loading...
শরাফত হোসেন
লেখকের জীবনী
শরাফত হোসেন (Sharafat Hussain)

তিনি মূলত কবি। জন্ম ১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায়। বাবা জয়দুল হোসেন কবি এবং সাহিত্য একাডেমির সভাপতি, মা হাসনেয়ারা বেগম সরকারি চাকুরীজীবী। স্কুল জীবন থেকেই শরাফত নানা সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত। লেখালেখির শুরু ওই সময়েই। নবীন কবি হিসেবে দুই বাংলাতেই তার সমান পাঠকপ্রিয়তা। একাধিক জাতীয় দৈনিকের বিশেষ সংখ্যা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৭ সাল থেকে ‘সাহিত্য একাডেমি পত্রিকা’র নির্বাহী সম্পাদক। সম্পাদনা করছেন ছোটকাগজ ‘বুক রিভিউ’। বর্তমানে কাজ করছেন সংবাদ মাধ্যমে। পড়াশুনা ব্যবসায় প্রশাসনে। জাতীয় কবিতা পরিষদ, সাহিত্য একাডেমি, পেন বাংলাদেশ, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালসহ জাতীয় ও আন্তর্জাতিক একাধিক সংগঠনের সঙ্গে যুক্ত। কাজ করে যাচ্ছেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি প্রসারে।

শরাফত হোসেন এর বইসমূহ