Loading...
রিয়াদুল রিয়াদ
লেখকের জীবনী
রিয়াদুল রিয়াদ (Riadul Riad)

রিয়াদুল রিয়াদ, জন্মঃ ২৮ মে, ১৯৯৩। বাংলাদেশে টেক্সটাইল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনা শেষ করে এখন একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। পাশাপাশি লেখালেখি চালিয়ে যাচ্ছেন সমান তালে। থ্রিলার ঘরণার লেখক হিসাবে বেশ সমাদৃত। প্রকাশিত উপন্যাস সমূহ- মধ্য বৃত্ত (ডিটেকটিভ সাইকোলজিক্যাল থ্রিলার), অভিসন্ধি (ক্রাইম থ্রিলার), টুকরো ছায়া টুকরো মায়া (সাইকোলজিক্যাল থ্রিলার), একা আলো বাঁকা বিষাদ।