জন্ম : ১৯৫৭ সালের ১ ফেব্রুয়ারি, বৃহত্তর নােয়াখালী জেলার ফেনীতে। আশৈশব স্বপ্ন শিল্পী হবার । শিশু চোখ মুঠি মুঠি ধরেছে প্রকৃতির রঙ, রূপ; যদু বাবুর বাড়ি, পি টি আই মাঠ, রাজাঝির দীঘি, নববর্ষার স্বচ্ছ পানির নিচে মাছের ছায়া—যে চোখ উদগ্রীব দৃষ্টি দিয়ে দেখেছে। রােদকুয়াশার চাদর মুড়ি দিয়ে যে মন গেয়েছে ‘অগ্নি আমার ভাই। তাই হয়ে গেছে তার সারাজীবনের শিল্প সৃষ্টির অনুপ্রেরণা। পূজার রঙিন আয়ােজন, রামায়ণ, মহাভারত আর বিষাদসিন্ধুর জাদু তাকে নিয়ে গেছে অন্যভূমিতে। প্রাইমারি শিক্ষানবিশ শিক্ষকদের উপকরণের লােভে সে ভিখিরির মতাে দাঁড়িয়ে থাকতাে। সবই জাদু! চারুকলার শিক্ষক সুধীনবাবুর হাত দিয়ে যেন ঝরে পড়তাে সােনা-রূপা। ফেনীর তথ্যকেন্দ্র তার কাছে ছিলাে রত্নভাণ্ডার। সে-সঙ্গে ছিলাে স্বাধীনতা সংগ্রামের চেতনাধারায় স্নাত হবার দিনগুলাে। ৭৫-এ আর্ট কলেজে ভর্তির আগে চারুকলার বন্ধু-শত্রু খেলায় সুনীল, মতিভাই, শুকলাল তার অস্থিমজ্জায় যে আলােকগতি সৃষ্টি করেছে তাই তাকে আজ অবধি টেনে নিয়ে এসেছে। '৮০ সালে বিএফএ উত্তীর্ণ হবার পর '৮২-তে যােগদান করেন বিসিকের নকশাকেন্দ্রে। '৮৪ থেকে বিভিন্ন ধরণের বইয়ের প্রচ্ছদচিত্র অঙ্কন শুরু। তার আঁকা প্রচ্ছদ ও চিত্রকর্ম দর্শককে ভাবায়। বিষয়বস্তু, তার নান্দনিক উপস্থাপনা ও আধুনিক উপকরণের ব্যবহার শিল্পকর্মে নতুন মাত্রা দান করেছে।