Loading...
সোহেল রিয়াজুল
লেখকের জীবনী
সোহেল রিয়াজুল (Sohel Riajul)

ঔপন্যাসিক, ছােটগল্পকার ও চিত্রশিল্পী। জন্ম: ২৫ আষাঢ় ১৩৭৫; ৯ জুলাই ১৯৬৮, বিক্রমপুরের রাড়িখাল গ্রামে। মা-মরহুমা রওশন আরা খানম, বাবা-মরহুম গােলাম জিলানী মৃধা। শিক্ষা: প্রি-বি.এফ.এ (প্রি-ডিগ্রী) এবং বি.এফ.এ (প্রাচ্যকলা বিভাগ), চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় । চিত্রকলার রুপ আর রঙের মতােই তাঁর লেখায় ছড়িয়ে পড়ে প্রকৃতির অপার সৌন্দর্য। তুলে ধরেন সামাজিক অসঙ্গতি, সত্য-মিথ্যার দ্বন্দ এবং মানবিক মূল্যবােধ। প্রকাশিত উপন্যাস সমূহ:- আকাশজুড়ে মেঘ করেছে, ফেসবুক ফ্রেন্ড, শিল্পকাননে বিষবাতাস, শীতল সুখ। সংকলিত গল্প:- সরােবরে অধরা অপ্সরা, মিথ্যে কারাবাস, রাজাকার প্রম্পরা।